পাতা:জীবন যামিনী.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ জীবন যামিী৷ কহিছেন মহামায়া অদেখা হইয়া ! মনোমত বর লহু ওগো তারা প্রিয়। তোমার তপের বলে নারিনু রহিতে । বরদান হেত অণমি এলেম মইীতে n শুনি সতী তারাবতী তারার বচন । পেমে গদ গদ চিত্ত লুণ্ঠমান হন ৷ সকাতরে বিনয়েভে কহিতে লাগিল । এত দিনে অধিনীরে স্মরণ হইল । আমি কি মা বর লব দেহ গো অণপনি । অন্তর জামিনী তুমি জানত জননী । বুঝিয়ে তারার মন কহেন অভয় । হবে শীঘ্র পুত্রবতী করিলাম দয়া । ধনে মনে গুণে স্থত উত্তম হইবে । নিজ বাহুবলে রাজ্য হরিষে পালিবে । বর দিয়া বরদা হলেন অন্তধ্যান । বর পেয়ে তারাবতী পতি পাশে যান । রাজরাণীর পুত্র পুপ্তি । রাণী হৃষ্ট হয়ে বরে, কহে গিয়া নৃপবরে, শুনিয়ে ভূপতি পুলোকিত। মঙ্গল বিধান তরে, দীন জনে দান করে, যৗগ যজ্ঞ করে মনোনীত । ভাগ্যকে খণ্ডন করে, পরে বরদার বরেs গৰ্ত্তবতী হইল তারাবতী । গৰ্ত্তের লক্ষণ যত; সব হল সমাগত, দেখিরালা পুলোকিত অতি ৷