পাতা:জীবন যামিনী.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vV) জীবন ষামিনী । ক্ৰোড়ে করি সুদমার, হেরে রাণী অনিবার, নেত্র নীরে ভাসে সুখ ভরে । যত সহচরীগণে, অতি পুলোকিত মনে, নৃপবরে মুসংবাদ দিল। সখী মুখে শুনি বাণী, পুলোকিত দণ্ডপাণি, নিজ হার সিরপা করিল। দীনে করে বিতরণ, যেন বারি বরিষণs যনগণ যন যন করে । সকলে সন্তুষ্ট হয়ে, মনোমত ধন লয়ে, আশীৰ্ব্বাদ করে উচ্চৈঃস্বরে । বাজিছে বাজনা কত, নহবত শত শত, তুরী ভেরী কাড়া ঢোল কাসি । মধুর সানই রবে, গৃহে আর কেবারবে, বাজিতেছে মুমধর বণশি । নাচিছে নৰ্ত্তকী গণ, ৰূপে মুগ্ধ ত্রিভুবন, হাব ভাব ভক্তি চমৎকার । এই রূপে নৃপবর, লয়ে বন্ধু সহোদর, নিমগ্ন হরিষে অনিবার । জীবনের বিবাহ জন্য রাজার উদযোগ । শশি কলমত নৃপসুত বৃদ্ধি হন। জ্যোতিষে রাখিল নাম গণিয়ে জীবন ৷ নান। শাস্ত্রৈ বিশারদ হইল জমার । ধন্য ধন্য করে লোকৰুদ্ধিতে তাহার ॥ সমবয় সখা সঙ্কে রঙ্গে কাল হৱে । দিব নিশি নানা শাস্ত্র অালোচনা করে u কম্বুরাউদ্যানে রয় কভু নীল বাল ।