পাতা:জীবন যামিনী.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

~3 জীবন যামিনী । আকাশ ভাবিয়ে মনে, ভূমিছেন বনে বনে• নাহি পায় দিগ নিদর্শন । ভাবে এবেকিবা করি, নারীলাগি পুণেমরি, ধিক্ ধিক্ আমার জীবন ৷ ক্রমে দিব। হল গত, সৰ্ব্বরী হল আগত, দেখিয়া ভয়েতে কাপে মন । এযোর রজনীকালে, ৰুকি নিদাৰুণ কালে, দিন পেয়ে করিল ধারণ ! ভাবে মনে মনে রায়, উপায় নাহিক পায়, কোন মতে নাপায় সন্ধান । ভয়ে ধিরি ধিরি যান, এদিগ ওদিগ চান, বৃক্ষ এক দেখি বারে পান । কি করি কোথায় যাই, কোথা সৰ্বরী কাটাই, দুৰ্গমেতে নাদেখি নিস্তার। ঘোড় রাখি তার তলে; উঠিলেন নিজ বলে; বৃক্ষোপরি নৃপতি জমার ! একে মন স্থির নয়, তাহে চিন্তা অতিশয়, নিদ্র কিনে হইবে তাহার । । আই ঢাই করে প্রাণ, নাহি দেখি পরিত্রাণ, বারি বহে নেত্ৰে অনিবার । দৈবের নির্বন্ধ যাহ', কে খণ্ডাতে পারে তাহা, - দেখ কিবা অদ্ভুত ঘটন। উঠিতেছে বৃক্ষেণ পর, কাল সম অজাগর, ভয়ানক বদন বTাদন । দেখিয় জীবন রায়, অশ্রুজলে ভাসে কায়; ৰঙ্গে পিয়ে এস এসময় ॥