পাতা:জীবন যামিনী.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবম ষামিনী । >{: শঙ্কটে পড়িয়ে প্রাণ,গেল আজি নাহি ত্ৰাণ, ফণী মুখে কিসে রক্ষা হয়। মনে যেন জ্ঞান করি, ফণীরূপ। সে সুন্দরী, অগসিয়াছে করিতে দংশন । নতব! এমন ফণী, কোথাও না দেখি শুনি । “ নিশ্বাসে ভাঙ্গিছে তৰুগণ। নিশাচরী সেই নারী কিছুই বুঝিতে নারি, বহুৰূপ। বহুরূপ ধরে । স্বপনে অন্তর হরি লুদ্ধ প্রেমে মুগ্ধ করি, ফেলে গেল বিরহ সাগরে u t ফণী ভয়ে কম্পবান, উপায় নাহিক পান, শেষে অসী স্মরণ হইল । বুলিছে পোশাক পাশে,নিল তাহ মনোলাসে, অসী ধরি ভাবিতে লাগিল । যদি সেই বিনোদিনী হয়ে থাকে ভূজঙ্গিনী, পুন মোরে ছলিবার অর্থশৈ । কে বুঝে নারীর ভাব, কত ভাবে আবির্ভাব, ছলনায় জীবন বিনাশে ! না বুঝে বিনাশ করে, কান্দিৰ কি এর পরে; কিবা করি ইহার বিধান । ধন্যরে গুণয় নিবি, তোমারে গঠেছে বিধি, নাছি থাকোহিতাহিত জ্ঞান ৷” • ক্রমে ক্রমে অজাগর, আরোহিল বৃক্ষেীপর, গ্রাসিবারে ফণা বিস্তারিল । । এত দেখি সুপ্রমার, রছিতে না পারে আর, অসী যাভে নিপাত করিল।