পাতা:জীবন যামিনী.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ জীবন যামিনী । সে ভাব দেখিয়ে; অহলাদে মাতিয়ে, ওড়ে শুক পোশা প্রায় । ধরে ধরে তারে, ধরিতে ন পারে, অমনি তফাতে যায় । যামিনী বেড়িয়ে, বেড়ায় ঘরিয়ে; করিছে কতই ছল ৷ do, তবু নাহি তীরে, পারে ধরিবারেও ক্রমেতে হীরাল বল । অঙ্গে অমিশ্রাম, বহিতেছে ৰাম, তখন হেরিয়ে শুক । কহিছে হাসিয়ে, কেনগো দৌড়িয়ে, সহিতেছ এত দুঃখ । স্থির কর মন, কেনগো এমন১ হতেছ অামার লাগি । কখনত তব, আমি নাহি হব, যৌঞ্চন জ্বালার ভাগী । কেনগে। কামিনী, হয়ে পাগলিনী, আগমণরে ধরিতে অ্যাস ! আমারে ধরিবে, কিলাভ হইবেs কিব বা পরিবে আশ । স্বমধুর নি; শুনিয়ে তখনি, যামিনী বিহঙ্গে বলে । শুনি তব ভাষ; মদন হুতাশ, হৃদয়ে না আর জ্বলে । হৃদয় পিঞ্জরে, মুযতন করেত ' রাখিব তোমারে আমি ।