পাতা:জীবন যামিনী.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ জীবন য়ামিনী । শুনেলে যামিনী; দিবস যামিনী, যদ্যপি বলি স্বরূপ । তবে এ পাখিতে, কিঞ্চিত বৰ্মিতে, পারে কিনা তার রূপ । অতএব ধনী, সে অমূল্য মণি; যদ্যপি তোমারে ঘটে । তবে অামি মানি, সত্য শূলপাণী, তোমার সাধনা বটে। শুক এত বলি, উড়ে গেল চলি, নামানে বারণ তায় । যামিনী শুনিয়ে, আকুল হইয়ে, রহিল পুত্তলী @すt I 』 খ্যাত কবিবর, বহু গুণধর; ভুবন মোহন কয় । তাহার প্রসাদে, মজিয়ে আহাদ, ঐকালী জমার গায় ॥ যামিনীর খেদ । ধনী, শুনিয়ে শুকের মুখে রূপের লহরী। আতি, সকণ ভরা হয়ে কহে ডাকি সহচরী । বলি, শুনগো সুমতী দাসী আমার বচন । কেন, শুক মুখে শুনি মন হল উচাটন । ’বল, কি রূপে পাইব সেই নবীন নাগরে । সদা, সেইজন বিনে প্রাণী ಕಿತ್ಸ್ಯಕ್ಷ করে । তোর, বল দেখি সেবন্ধের কিরূপেতে পাই । বুঝি, তাহার লাগিয়ে আমি পরাণ হারাই । হীগে কেল্প বিধি জামাপ্রক্তি নিদাৰুণ ।