পাতা:জীবন যামিনী.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী ॥ ২৪ দিয়ে জ্বালার উপরে জাল বুঝি করে খুন । বরং, আগেতে ছিলাম ভাল না পাইয়ে অণশ । অণর, কি রূপে জীবম ধরি বিয়ে তার আসা ॥ আসি, আদর্শন অাশা বাণ হেমে গেল শুক । সেই কঠিনবাণেতে যায় বিদরিয়ে বুক । অামি, একেত অবল তাহে প্রথম যৌবনী । মিছে, দুরন্তু অনঙ্গ কেন বধে গো সজনী । শুক; অাসিয়ে পবন ভরে পবন হইয়ে । । গেল, তন তরী নয়ন সলিলে ভাসাইয়ে ॥ ) به ভয়ে, টল টল করে তরী কাণ্ডারী বিহনে। বুঝি, জীবনে জীবন যায় জীবন কারণে ॥ কোথা, আছহে হৃদয় নাথ হও সানুকূল । কৃপা করিয়ে কাণ্ডারী হয়ে দেহ মোরে কল। . ওহে, অনিরুদ্ধ হরে ছিল ঊষারে যেমন { আসি; সেই মত হয়েনাথ করহ ছুরণ। কিম্ব, সুন্দর যেমন বিদ্যালয়ে ছিল আসি । মোরে, সেই মত লয়ে যাও ওহে গুণ রাণি ॥ যদি, তব লাগি মরি মাথ খেদ নাহি তবে । কিন্তু, অধিলীর মন আশা মনে মনে রবে। বিধি, প্রফুল্লিত হয়ে মনে বসিয়ে নির্জনে। অতি, সযতনে গঠিলুন পুরুষ রতনে । , অীর, করিবারে নারীগণে দুঃখ নিমগন? ভাবি, তাই শোকাকল হয়ে করিল হুজন t - ఉJ সেই, কারণেতে বুঝি আমি হয়ে অনাথিনী। ভাসি, অবিরত আঁখিজলে দিবস খামিনী । শুক আসিয়া সাজারে গেল করে পাগলিনী ।