পাতা:জীবন যামিনী.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ge জীবন যামিনী ৷ ময়ের রোদন, শুনিয়ে তখন, স্বভাব গোপন, করিয়ে কয় । , নাজানি কারণ, ব্যাধির লক্ষণ, মন উচাটন, y সৰ্ব্বদা হয় । নিশি আগমন, হয় মা যখন, জ্বর আকর্ষণ, করেগে অগসি । সেজ্বালানিভাতে, ইচ্ছে হয়চিতে, প্রজ্বলিত চিতে, জীবন নাশি । কন্যার বচন, শুনিয়ে তখন, বিরষ বদন, করিয়ে রাণী । কহিছে কন্যায়, ভয়কি মা তায়, করিব উপায়, বৈদ্যে রে অগনি । মনস্থির করি, লয়ে সহচরী, কাটাবে সৰ্ব্বরী, বলিনু তাই । তোমার বচনে, রাজার সদনে, বৈদ্যর কারণে, এখনি যাই ৷ در 8 রাজার নিকটে রাণীর গমন । কন্যার কারণে সতী, বিষাদিত হয় অতি, আঙ্গল পাথার ভাবি মনে । হয়ে অতি ম্ৰিয়মাণী, রাজার মন্দিরে রাণী, উত্তরল সজল নয়নে ॥ । রাণীর দেখিয়া হাল, দুঃখে কহে মহিপাল; কেন কেন কিসের কারণ। . হয়ে অতি উন্মদিনী, আসিয়াছ বিনোদিনী; কই দেখি শুনি বিবরণ।