পাতা:জীবন যামিনী.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী । \الاع রাণী কহে ভাল ভাল, তোমার যেন জঞ্জাল, হইয়াছে অনদর মহল । কোন ভার নাহি লও, সৰ্ব্বদা হরিষে রও, . উদাসির কৰ্ম্ম এ সকল । করে শিব আরাধন, পেয়েছি যামিনী ধন;" সে ধনের না কর উদেশ । পাষাণে বেঁধেছ মতি, এমন তনয় প্রতি, দেখি তব নাছি দয়ালেশ । শুন শুন প্ৰাণেশ্বর,কন্যার হয়েছে জ্বর, নাহি পারে অন্নাদি খুবইতে । কি জানি কি কারণেতে, দুঃখেরহে দিবা রেতে, কারুকথা না পারে সহিতে । অস্থিচৰ্ম্মশবাকার, প্রাণমাত্র আছে সার, তাও কবে থাকে কিনা থাকে । যদি ইচ্ছা থাকে মনে, রহিতে এই ভুবনে, বৈদ্য অগনি বাঁচাও কম্যাকে ৷ রাজা কনওহে রাণী, বিদল্লিয়ে যায় পুণী; শুনিয়ে কন্যার সমাচার । এত যে ঘটেছে ফের; আমি কি পেয়েছিটের; ইথে দোষ নাহিক আমার । এরাজ্যে কি প্রয়োজন, যদ্যপি যামিনী ধন, পীড়াতে পীড়িতা অতিশয় । মত অাছে দিব ধন, চিন্তু তার কি কারণ, শান্তকর মাপন হৃদয় । রাঙ্গ বৈদ্যের রোগ নিরূপণে অসাধ্য । রাণীরে সান্তন করি গুণাধিপ রায় ।