পাতা:জীবন যামিনী.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী ৷ Se কিন্তু ক্রমে হইতেছে অস্থিচৰ্ম্ম সার। কেন হয় কি কারণ না পারি বুঝিতে । এই মত কিছুদিন লাগিল দেখিতে। ' ক্রমেতে হইল বৃদ্ধি নহে উপশম । মনে ভাবে কবিরাজ দেখিয়া বিষম । ভাবিয়া ছিলাম মনে পাব কত ধন । সে ধন দুরেতে থাক হলেম নিধন । কত মান ছিল মম ভূপতি সদনে । বিধাতা সে মানে ছাই দিলেন এক্ষণে ॥ চুপে চুপে থাকা আর হয় অনুচিত। উচিত এক্ষণে করা রাজার বিদিত । মানষাক ধন যাক কিছু কাজ নাই । ভিক্ষণ করা বাজে আসি কিসে রক্ষ। পাই । এতেক ভাৰিয়া বৈদ্য বিষম তরাসে । ভূপতিরে নিবেদন করে মৃদুভষে । অবধান মহারাজ কথা চমৎকার । ব্যাধি নিরূপণে সাধ্য নাহল আমার । । চিকিৎসা করিনুকত মা পারি কহিতে। তথাচ না পারিলাম জারোগ্য করিতে n অতএব মহারাজ করি নিবেদন । বিবেচনাযাহ হয় কুরুণএখন। অন্যান্য বৈদ্য যামিনীর রোগে পর্যন্ত হইয়া কারাগারে বদ্ধহয় । রজ বৈদ্য যদি গাসি হারি মাৰি দিল । রাজা চিন্তান্বিত হয়ে ভাৰিতে লাগিল । ( 蠍,) *