পাতা:জীবন যামিনী.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Sé জীবন যামিনী ॥ স্বচাৰু শ্রেণীতে লোকে কঞ্জিয়াছে ৰাস । । দেখিতে মুনদর বড় যেমন কৈলাস ॥ পথ ঘাট মনোহর স্বন্দর বাজার । দিবানিশি চলে লোক কাতারে কাতার it রাজপথে বিকট শকট দেখি কত । । শোভাকরি যাইতেছে করী শত শত । আনন্দিত হয়ে রায় করয়ে ভ্রমণ । কিন্তু সব লোকে দেখে দঃখে নিমগন t! সকলে বিরস সদা চক্ষে বহে ধারা। রঘুনাথ বিনা যেন অযোধ্যণর ধারা 1 ' আপন আপনি কায করিছে সবাই । । কিন্তু কাৰু মনোমধ্যে কিছ, মুখ নাই । হেরিয়ে নৃপতি স্থত হইল চিন্তিভ । ক্রমে এক দোকানেতে হল উপনীত । দোকানদারের রীতি অতি মনোহর । পথিকে অধিক তারা করে সমাদর। ভুলাইতে পথিকের মন ভাল জানে। টীকা পেলে ভার্ষ্য দেয় লজ্জা নাহি মানে । দোকানির মিষ্ট ভাষে বসিল জমার । হেরিয়ে তাহার রূপ সবে চমৎকার । দোকানী মিনতি করে মাগে পরিচয় । কিবা নাম গুণধাম কোথায় অালয় । রণয় কয় পরিচয় দিব? অামি পারে । জিজ্ঞাসি তোমারে এক বলহ সত্বরে । যে দেখি নগর এই অতি মনোহর । কেন সৰ লোক দুঃখে বুহে নিরন্তর li