পাতা:জীবন যামিনী.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী । ৩4 এমন অtশ্চৰ্য্য আমি কোথা দেখি নাই। সত্য করি বল মোরে শুনিবারে চাই । শুনিয়ে দোকানী কয় শুন মহাশয় । জিজ্ঞাসিলে সত্য তবে শুন পরিচয় It গুণাধিপ নরপতি এনগর পতি ॥ ধনে মানে বুদ্ধি বলে মুবিখ্যাতি অতি। পুত্ৰহেতু নিরন্তর পূজি পশুপতি । বয়েসে রাজার হল একই সন্ততি । শুনিয়াছি লোক মুখে বড় ৰূপবতী । যামিনী তাহার নাম গুণে সরস্বতী। অদ্যাবধি সে কন্যার বিভা নাহি হয় । কিন্তু হইয়াছে জ্বরে জীৰ্ণ অতিশয় । কন্যার দেখিয়ে জর রাজা কৈল পণ । সে পাবে অদ্ধেক রাজ্য বাচাৰে যে জন । আসিতেছে কত বৈদ্য দেখিতে তাহারে । পরাভব হয়ে শেষে বায় কারাগারে । এই হেতু এদেশের যত লোক জন । সদত বিরস নীরে অাছে নিমগন । এক্ষণে কৰুণা করি দেহ পরিচয় । শুনিয়ে প্রফুল্ল হক আমার হৃদয় ॥ যামিনীর কথা শুনে ভপরিছে জমার । বৈদ্য পরিচয় দেও উচিত আমার iঃ • দোকানির কথা শুনি ছল করি কয় । জীবন আমার-নাম কর্ণাটে আলয় ॥ তীর্থ করি নানা দেশ ভূমিয়ে বেড়াই । নিদান চরক ভউ শাস্ত্র ব্যবসাই ॥৭