পাতা:জীবন যামিনী.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्लौदन वाहिनी ॥ s૧ সেই তো তফাত করে বুঝেছি নিশ্চয়। না জানি তোমার সেই ভাল হল কিসে । আপনার দোষে দহ বিচ্ছেদের বিষে ॥ সখীগণে যুবরাজ পুনর্বার কয়। রোগির মানসে চলা যুক্তি সিদ্ধ নয় । ঔষধের নাম রোগী করিয়ে শ্রবণ । ইচ্ছা মতে কেবা তাহা করয়ে ভক্ষণ । ধরে অগন জোর করি তব ঠাঙ্গঝিরে । সমুদ্র শয়ন করি কি করে শিশিরে । লজ্জার একাজ নহে লাজে হীন বাজ । বৈদ্যের নিকট কেব। কোথ করে লাজ । সখীগণ যামিনীকে বৈদ্যের নিকটে জানায়ন করে । --ae eae> যত সখীগণ, সরস বদন, ধনীরে ধরিতে যায় r কবিরাজ পাশে, মনের উল্লাশে, অগনিয়ে ৰসায় তায় ৷ কহে কবিরাজ, ইকি তব কাজ; লজ্জিত হইলে কেন । বৈদ্যের নিকটে, কেরহে কপটে, ७ज्रि न झुम्न ८ङ्ञ it ওহে রাজৰাল", পাইতেছ। জালা; যুচ্যতে এসেছি আমি । মোরে দুঃখ দিৰে; কি মুখী হইৰে, করেন। বিপদ গামী • ।