পাতা:জীবন যামিনী.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীন্দ্রমযামিনী । 8}} হৃদয় উপর, শোভে দিগম্বর, রসে পরিপূর্ণ হন । বুঝালেম প্রাণে, রসাসিন্ধু দানে, উপশম হবে রোগ " কিন্তু হে এক্ষণে; হেরেছি নয়নে, না খাটিল সে সংযোগ । তোমারি বদনে, উথলে সঘনে; নিরমল রসাসিন্ধু l পায় পরিত্রাণ, যারে কর দান, কৃপাকরি এক বিন্দু ৷ গরল সেবনং করিলে কখন, নাহি হবে উপকার । নয়মে গরল; তোমার প্রবল, গরল মামিল ছাৱ । ষে তোমারি রোগ, স্বদ্ধ মুষ্টিযোগ, দিলে পরে সাজে তবে । পথ্যের বিধান, কর প্রণিধান, , মোন ভোগ খেতে হবে 11 করিলে শ্রবণ; ইথে যদি মন, না হয় তোমারি ধর্মী। রাখ কারাগারে, পণ অনুসারে, হরিলাম চন্দ্রাননী। গুহে চারুশীলে, বুকে দেহ শীলে; চরণে প্রেম শৃশ্বল। ভূজ রজ্জ্ব দিয়ে; নিগুঢ় বধিয়ে, ( ছ' ) "কর মোরোহীন বল'।