পাতা:জীবন যামিনী.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী ৷ ti সহাস্য বদলে রায় কহে প্রমোদাম । হারিয়াছি কারাগারে রাখলে। অামায় it শুনি মুৰদৰী কহে শুন গুণমণি ৷ চেণর হলে হেন সাজা দিতেম এখনি ॥ দিবানিশি কারাগারে রাখিতাম তারে । যেন কোন মতে সেই পলাইতে নারে । তুমিতে সে kচার নহ হেরেছ কেবল । দিব। রেতে কারাগারে রাখাত নিস্ফল । , দিবসে সাধীন হয়ে কুর হে ভ্ৰমণ । রজনীতে কারাগারে করিৰ বন্ধুন। রায় কহে কারাগারে কালাকাল নাই । বিচারে হয়েছি দেশৰী কিসে রক্ষা পাই । যাহাঙ্কজ রসময়ী করি নিবেদন । অতিশয় তৃষ্ণায় কাতর মোর মন । শুনিয়াছি তব কাছে অাছে আরোবর । অনায়াসে ত্রাণ পশয় সন্তাপিতনীর ॥ যদি বল ইহা কভু সরোবর নয় । শৈবাল সোপান মীর্ন আদি তাহে রয় ৷ ইহাতে শৈবাল দেখ ও চাচর কেশ । প্রেষ্ঠী মীন তল্য আঁখি সাজিয়াছে বেশ ৷ বদন শরজ তাহে মরি কিবা শোভা । স্তনযুগ চক্ৰবাক অতি মনে লোভ। লাবণ্য সলিল কিবা লহর তাহার । নিতম্ব সোপান দুটি মরি কি বাহার ! মরি মরিকিব দুঃখ আমার ললাটে । সরোবর তটে থাকি তবু বুকু কাটেt