পাতা:জীবন যামিনী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ जीवन বামুলী II অাদরে পতির হাত চেপে ধরে রড়ে । , সোহাগে পত্তিরে বলে সুধাংশুবদনী। ওহে নাথ তুমি হও ভাৰ শিরোমণি ॥ ; অবলা রমণী অামি কিবা বুদ্ধি বল । দণসীরে অধিক বলা নিস্ফল কিবল । এই যতে দুই জনে করেন ভূমণ । স্বভাবের ভাব যত করি দরশন । ভূমর ঝঙ্কার করে গুণ গুণ স্বৱে । কোকিল ললিত রবে গণয় সারি পরে It মোহিত হইয়ে ধনী কান্ত পুতি কয় । ওহে বধু ইকি ধুমি শুনি মধুময় ॥ যে রব পূৰ্ব্বেতে ৰোধ হইত অনল । এখন হৃদয় তাহে হতেছে শীতল ৷ অাজ কেন পুষ্পবন এত মোনহর । ধরেচে বিপুল সোভা কহিতে বিস্তর It বুঝি তৰাগম হয় ইহার কারণ। সকলে তোমার যশ করিচে কিৰ্ত্তন tt রায় কহে বিনোদিনী শুন সে কারণ । আজ যাহে এত সোভা ধরে পুষ্পবন । তোমার কাঞ্চন কান্তি বিমল বরণ । পুপবন পূৰ্ব্বে নাহি পেত দরশন ॥t সোভা সিকিৰণর তার সঙ্গদ ছিল মনে । অক্ষম হইয়ে ছিল তব হৃদর্শনে । তোমার এখানে আসা মাক্তি ছিল আশা ? সদত দুখখত ছিল হইয়ে নৈরাশা ৷ ৰিধি সানুরুল হলে ওদের রোদনে ।