পাতা:জীবন যামিনী.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৮ জীবন ঘামিনী । *দিন পেয়ে দীন দেখে রজনীগন্ধায় । রজনী সজনী পেয়ে অমনি দগ্ধায় । সকলে বুঝাতে পারি কি কঠিন জাতি । ইহর জালায় বুঝি নাহি রহে জাতি৷ অfর দেখ সহচরী কাষ্ঠমল্লিকায় । আপনার রীতি গুণে করে কাষ্ঠপ্ৰায় ৷ বিচ্ছেদ বিকার রোগে নিষ্ঠুর দোপাটি । দোপাটি দশনে বুঝি লাগায় কপাটি। কামিমী নামেতে ফুল কামিনীর কুল । সে হল সময়ে সখি কামিনীর শুল ৷ জবায় দিতেছে ওই জবাব আমায়। না আসিবে প্রাণনাথ ভাবেতে বুঝায়। দেখ দেখ সেীরভ ছুটিল অতসির । আর কি আসিবে নাথ হল নত শির।। ওগো সখি ধুর ধর যত অলঙ্কগর। বিষনরী হল গলে বিষনর হার । , শুনিয়াছি লোক মুখে শাস্ত্রের বচন । হলাহল ত্রিপুরারি করিল ভক্ষণ ৷ আমার হৃদয়ে বাস করে সেই হর । বাপিয়ে পড়িছে হর তাহার উপায় । এবিষ খাইতে ভব হল পরাভর । বুঝিলাম শাস্ত্ৰ কথা নহেন্ত সম্ভব । এচারি পুহর নিশি স্কহিব কেমনে । . সময়,পাইয়ে দুঃখ দেয় শক্ৰগণে ॥ দেখ কৃত জ্বালা সৈয়ে পেয়েছিনু তায় । মাবার সেদায় বঞ্চি ফুটিল আমায় ৷