পাতা:জীবন যামিনী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭• জীবন যামিনী । অকলঙ্ক মুখ হেরি যুড়াইবে भन्म 1? এত ভাবি মনে মনে হইয়ে চিন্তিত । প্রেয়সীর মন্দিরেতে হল উপনীত ॥ দেখে ধনী নিদ্রাভরে অাছে অচেতন । উঠাইতে সখীগণ করিল বারণ। নাগরের সাড়া পেয়ে উঠিল মামিনী । ঈষৎ নয়ন মেলি চাহে বিনোদিনী ॥ যুম ঘোরে রাঙ্গ আঁখি করে ছল ছল । উথলিল মানসিন্ধু হইয়ে প্রবল। বদনে বসন টানি দিল চন্দ্রাননী । অভিমান সলিলেত ডুবিল অমসি । ক্ৰোধ ভরে রসরাজে নাকরে সম্ভাস । কাদণতে নাগর বরে বাড়িল উল্লাস । যামিনীর ভাব হেরি ভাবক অবাক । কি বলিলে কি বুঝিবে নাহি সরে বাক্। সাহসে করিয়ে 'ডর সম্ভাসে জীবন । ততই মানিনী মানে হইল মগন । মানময়ী অভিমান অপর নাহি সাজে । কি রূপে বিরূপ হলে মনোহর সাজে ৷ ঢাকিয়াছবিধুমুখ বসনের ছাদে । আহামরি গ্রহণ লেগেছে যেন চাদে । দর দরবারে জল নলিন নয়নে । থর থর কঁাপিতেছক্ৰোধ হুতাশনে । । গর গর মান ফণী করিছে গজ্জন ! জর জর হল প্রাণ নসহে দংশন । হয় স্থর হয়ে বিষহুরী ৱিষ ধনী ।