পাতা:জীবন যামিনী.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী ৷ ৭৩ মমপাশে করিতেছে কত মতে দৰ্প৷ বিশেষত কুচশম্ভ হৃদয়ে তোমার। বাসে ঢাকা অাছে বলে এত জোর তার ॥ দিগম্বরে দিগম্বর করহে এখন । মম কর বিস্তৃদল হইলে শোভন । । অতনু অতনু ডরে হবে পরাজয় । তবে ঘুচে যাবে মোর দুঃখ সমুদয় । অনুগত দোষী হলে মহতে কি ধরে। দোষ ছাড়া কেবা আছে সংসার ভিতরে। তথাপি হে কোন দোষে নাহি তুই দোষী । মিছা দোষে দোষী করি কেন রহ রোধী । কথা কও কথা কও তোল চাদ ཝཱལ 1 আশ্রিত জনেরে কেন দিতেছ হে দুঃখ ॥ প্রমিকের রসাভাসে রসিল কামিনী । আর কি রহিতে পারে হইয়ে মানিনী । মনেতে বাড়িছে সাধ প্রকাশিতে মারে। প্রমাদ ঘটিল বড় মান অনুসারে। নয়নে লজ্জিত অতি অন্তর ব্যাকুল। সম্ভাস করিতে নারে মান হল শুল ll ভাবক বুঝিয়ে ब्द প্রফুল্ল অন্তর। মান মৃগ বধিতে লইল ধনুঃশর ॥ সন্ধান পরিয়ে চাহে ছাড়িতে সে তীর। লজ পেয়ে কহে ধনী হইয়ে অস্থির। দিবসে হরিণবধাযুক্তিসিদ্ধ ময়। নিশিতে বধিহ নখ মাহি লজ্জা ভগ্ন । ( )