পাতা:জীবন যামিনী.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*●ー জীবন যামিনী !? পতি তরে কাননেতে কাদিছে কামিনী ৷ কোথা নাথ ফিরে এলো জলে কাজ নাই । না চেরিয়ে চাদমুখ পরিত্রাণ নাই । আনিতে গিয়েছ বারি অসিবে এখনি। বিলম্ব দেখিয়ে পাণ কঁদিছে অমনি । এইরূপ বিনোদিনী কানন ভিতরে । হা নাথ হা নাথ বলি কণাদে উচ্চৈঃস্বরে ৷ হেনকালে সেই বনে ধনাঢ্য রাজন । এসেছিল একেশ্বর মৃগয়া কারণ। দূরে হতে কামিনীীরে করি দরশন । অবাক হইল তার হেরিয়ে বরণ ॥ হেরিয়ে তাহার ভাব ভাবিছে অস্তরে । একাকিনী কে কামিনী কানন ভিতরে । হা নাথ হা নাথ বলি করিছে রোদন । বুঝি পতি ছাড়া ধনী হয়েছে এখন ॥ পতি তরে বিনোদিনী কাদিতেছে দুঃখে । হেনকালে নরপতি আইল সম্মুখে । পর পতি দেখি সতী কঁপে থর থর । দ্বিগুণ প্রবল হল চিন্তারি সাগর। স্বরায় সম্বরে বাস অধ কৈল শির । ভয়ে কিন্তু হৃদয়েতে হতেছে অস্থির । জিজ্ঞাসে ধনাঢ্য রাজা মধর বচনে । & dب কে তুমি রূপসী কেন অাইলে কাননে a . যে দেখি তোমার রূপ কহিবারে নারি।” সত্য পূকাশিয়ে বল হওঁ কার নারি । আলু থালু বেশ কেশ হেরি কি কারণ।