পাতা:জীবন যামিনী.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী । ar> কিদুঃখে হইয়ে দুঃখী কল্লিছ রোদন । রাজা যত জিজ্ঞাসিছে ধনীর গোচর । তাহার বচনে রামা না দেয় উত্তর ॥ ক্রমে জোর করি রাজা কহিছে বচন । নিরব বচনে মোর হলে কি কারণ ! যদ্যপি না দেহ ধনী মোরে পরিচয় । এখনি ঘটিবে মন্দ জানিহ নিশ্চয় । কম্পান্বিতা হল বালা তাহার বচনে । বিধাতার বিড়ম্বন মনে মনে গণে । । নিরব হইয়ে থাকা যুক্তি নহে মার। কি জানি ঘটিবে মন্দ এ যে দুরাচীর । বিনয়ে কহিছে ধনী মৃদুস্বরে অতি । বারি অন্বেষণ হেতু গিয়েছেন পতি। বিলম্ব দেখিয়ে তাঁর ধৈর্য নহে মন । এই হেত কাননেতে করি যে রোদন । । শুনিয়ে ধনাঢ্য রাজা হাঁস্য করি কয় ! এইহেতু রসবর্তী দুঃখী অতিশয় ॥ আর কি তাহার তুমি পাৰে দরশন। অনুভব করি ধনী হবে সেই জন । দেখিলাম চক্ষে যাহণ শুন সে কারণ। করিছে পুরুষ এক বাঘেতে ভক্ষণ ॥ । বোধ করি সর্বাঙ্গ সে করেছে অtহর । তাঁর চিকুৰিনোদিনী পাওয়া আর ভীর tr | বঞ্চকের বাক্য রাম করিয়ে শ্রবণ । কদলি তরুর সম হইল পতন । (流}*