পাতা:জীবন যামিনী.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४३ w জীবন যামিনী ৷ •হ নাথ ত্যজিয়ে কোথা গেলেহে আপনি । জলে হলে জল সোই ওহে গুণমণি ৷ যামিনীর ভাব হেরি দুৰ্ম্মতি রাজন। হস্ত ধরি डूौ হৈতে কৈল উত্তোলন । একেভো পতির শোকে হয়েছে কাতর। পরপতি স্পর্শ হেতুর্কাপে থর থর। বিনয়ে কহিছে ধনী যুড়ি দুই কর। ওহে মহাশয় মোরে হও কৃপণকর । অবলা শব্লল আমি তাহে একাকিনী । বিশেষত নাথ বিনে হৈনু অনাথিনী । অামারে ত্যজিয়ে তুমি নিজকর্মে যাও । প্রচণ্ড মতগুতাপে কেন দুঃখ offe ll হাসিয়ে দৃতি কহে ೪* কি আমার । তোমারে হেরিয়ে হল আনন্দ অপার । তব অকলঙ্ক মুখ করি নিরীক্ষণ । আতপ তাপেতে তাপী হয় কিহে মন । যদ্যপি তোমার পতি হয়েছে নিধন । তার জন্য রসবর্তী চিন্তা কি কারণ ৷ এসহে আমার সনে মম নিকেতনে । প্রধান মহিষী করি রাখিব যতনে । এদেশের নরপতি অামি রসবর্তী। ইহাতে দুঃখিত। কিছু নাইও बूवडौ u থনবঢে়ার বাক্য শুনি ধনী ভাবে মনে । কি করি উপায় আর দুৰ্জ্জয় কাননে ॥ বুঝিলাম বিধাতার যত বিড়ম্বন। জার্মার কপালে দিল বৈধর্য যন্ত্রণtu