পাতা:জীবন যামিনী.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... b-8 জীবন যামিনী ৷ সিংহের রমণী হয়ে; শৃগালে যাইছে লয়ে, একি দুঃখ হয় সম্বরণ ॥ কোথাগো জননী মোর, বিপদ ঘটেছে ঘোর, তব তনয় (রে দেখ এসে । বিপাকে পরগণ যায়, কারে কব হায় হায়, অকুল সাগরে যাই ভেসে । কোথা পিতা মহাশয়, দেখা দেহ এসময়, যামিনীর দিন ফুরাইল l নাহি হবে দেখা অার, দেখা দেহ একবার, মনোদুঃখ মনেতে রকিল । কোথা ওহে সূরপতি, করিষে করুণা অতি: মম শিরে হান বজাঘাত । কোথা হর গঙ্গাধর, দণসীর ষন্ত্রণা হর৯ শলঘাতে করহ নিপাত । এপাপে কি আছে ত্রাণ, নাশিন পতির প্রাণ, ছার জল পিপাসার তরে । ধিকরে পরাণ ধিক; কি আর কব অধিক, এখন রহেছ দেহ ঘরে । , মম সম অনাথিনী, কোন রাজার নন্দিনী, কোথায় না হয় দরশন । - امیر যার তরে ধন জন, করিলাম বিসজ্জন, সেই জন হারালে জীবন ৷ Z ছাড়িয়ে গেলেন পতি, এবে হেরি কি দুৰ্গতি, সতীত্ব না রহে বুঝি ভার। , কোথারে দাৰুণ বিধি, এই কি তোমার বিধি, দিলে ভাল ষন্ত্রণা অপার ।