পাতা:জীবন যামিনী.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী । ፳rፃ• নতুবা ত্যজিব দেই,নাহিক কোন সন্দেহ, যদি মোরে না যাও লইয়ে । তিলেক অদেখা হলে, ভাসিতে নয়ন জলে, ভাবিতেহে প্ৰলয় সমান । এখন বুঝহে প্রয়ে,পাষাণে বেঁধেছ হিয়ে, তেই মোর না কর সন্ধান । , তুমিত রাজার বালা, না জান দুঃখের জালা; মরি মরি কে বাদ সাধিল । বুঝি কোন নিশাচরী, বনে পেয়ে একেশ্বরী, তব প্রাণ হরণ করিল। নাহি যাব নিকেতনে বেড়াইব বনে বনে, যতদিন না পাব তোমায়। ততদিন হেথঃ রব,নতুবা হইব শব, জীবন ধারণে কিবা দায় it বঝি কোন খলজন, তোমারে কৈল হরণ; একাকিনী পাইয়ে নিজনে । শত্ৰ হাতে সুপিবারে, প্রিয়ে আমি কি’তোমারে, অনিয়ে ছিলাম এই বনে । কি করি কোথায় যাই, এ জালা কোথা নিভাই; ভেবে কিছু না পাই এখন । শুনরে দুষ্ট শমন, আমারে কর হরণ, যামিনীরে করেছ যেমন । হয়ে উন্মাদে প্রায়, লুণ্ঠিত হয়ে ধূলায়, সদা ডাকে কোথা প্ৰাণধন। তব লাগি মরি মরি, আসিয়ে হৃদয়ে পরি, জীবনের মুজাও জীবন : ,