পাতা:জীবন (কৃষ্ণপদ বিদ্যারত্ন).djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २४ ] বৈদ্যুতিক তারস্পর্শ করিলেই ভূমিস্থিত মানুষের তৎক্ষণাৎ মৃত্যু হয় । ইহার কারণ, অধিক শক্তিশালী বাহিরের বিদ্যুৎতার ধরিবামাত্র মানুষের দেহাভ্যন্তরস্থিত সাঙ্গ সৌরতেজ অর্থাৎ সবিদ্যুৎ সৌরতেজোরূপ জীবন অভিভূত হয়, মানুষ তৎক্ষণাৎ মরিয়া যায়। পূর্লেষ্ট উক্ত হইয়াছে স্বৰ্য্য হইতে তেজঃ বিদ্যাং ও পুথিবী উৎপন্ন। ডাক্তারেরা বলেন, যে heartfail হইয়া মারা গিয়াছে । মানুষ পীড়ায় ভূগিলে বা নিজ শক্তির অতিরিক্ত শারীরিক বা মানসিক শ্রম করিলে তাহার দেহস্থিত অব্যক্ত সৌরতেজের সহিত বৈদ্যুতিক শক্তি বা জীবন অতিশয় ক্ষীণ ও তুৰ্ব্বল হয়, তখন লোকের অজ্ঞাতসারে তাহা নির্নবাণ হইয়া যায়। ইতাই heartfail ! বৈজ্ঞানিকগণ যেরূপ বোমের সমধৰ্ম্মযুক্ত যন্ত্র প্রস্তুত করিয়া দূরস্থ লোককে রেডিও দ্বারা গানাদি শোনাইতেছেন, আমেরিকা প্রভৃতি দূরদেশ হইতে অল্পক্ষণের মধ্যে সংবাদের আদান-প্রদান করাষ্টতেছেন, সেইরূপ কোন বৈজ্ঞানিক প্রবর যদি দেহাভ্যন্তরস্থ জীবনরূপ সাঙ্গ (সবিদ্যুৎ ) সৌরতেজে কি কি পদার্থ আছে জানিয়া সেই জাতীয় পদার্থ সংগ্ৰহ করিয়া নুতন যন্ত্র প্রস্তুত করিতে পারেন, জড়দেহস্থ জীবনরূপ তেজঃ নির্ববাণ বা বাহির হইবার সময়েই সেক্ট কৃত্রিম সূক্ষ্মতেজঃ পূর্বোক্ত যন্ত্রের সাহায্যে শরীরমধ্যে প্রবেশ করাষ্টলে মানুষ আরও কিছুকাল বাচিতে পারে। এক্ষণে জীবন কি যখন একরূপ স্থিরীকৃত হইল, তখন উহ! কিরূপে পুষ্ট ও সুরক্ষিত হয়,