পাতা:জ্ঞানোপদেশ.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( * j,

  1. কিত্বে হয় আর সর্বদা সকল লোকব্যবহৃত সাধু সহজ। সাধু ভাষার্থেরও ৰোধ হয় না সংস্কৃত শাস্ত্র জ্ঞান ব্যতিরেকে লোকদিগের ধৰ্ম্মাধৰ্ম্ম বোধ ও পরমেশ্বরের স্বরূপ জ্ঞান হয়, ন তাহার অজ্ঞানে মনুষ্য মন্দ কৰ্ম্মে প্রবৃত্ত হইয় নাম বিধ অকীৰ্ত্তি সাগরে মগ্ন হইয় আপন ২ অনাদি পৈতৃক ধৰ্ম্মকৰ্ম্মাদির লোপ করে আপনি পরলোক হইতে দূরীকৃত হয় ইহুলোকেও মুখতাবশতঃ যশস্বী হইতে পাবে না ইত্যাদি বহুবিঞ্চ অগণিত দোষ সংস্কৃত শাস্ত্র জ্ঞানাভাবে ঘটে । অতএব ধৰ্ম্ম মার্গবলম্বি বিশিষ্ট শিষ্ট সাধু মানব মহাশয় সমুহের সৰ্ব্বদাই সংস্কৃত ভাষাভ্যাস কয় কৰ্ত্তব্য । তাহ হইসে স্ব ২ পিতৃপিতামহদি প্রতিপালিত ধৰ্ম্ম কর্ণের মৰ্ম্ম হইয় তলিযয়ে বিরক্ত না হইয় অম্বুরক্ত হএন এবং দেশীয় ধৰ্ম্ম রক্ষা ও সদাচার ও দেশের সদ্ব্যবহার প্রচার হইয় অনাচার পথত্বইতে লোক সকল মুক্ত হইতে পারে ইত্যাদি অনেক প্রকার উপকার সংস্কৃত শাস্ত্র জ্ঞান থাকিলে হয় অতএব তাহার শিক্ষাতেই সাধুলোকের চেষ্টা করা উচিত হয়, এবং এই প্রকার সাধূমহাশয়র চেষ্ট করিলে স্বজাতীয় বিন। বৃদ্ধি হইতে পারে ভহি শিষ্ট বিশিষ্ট মান্য ধনাঢ্য ব্যক্তির মাপন স্বজাতীয় বিদ্য প্রথমে ত্যাগ করাইয়া মাপনং সন্তানদিগকে অন্য শাস্ত্রেতে প্রবৃত্ত শিক্ষা প্রদান করান এইরূপেতে স্বজতীয় দ্য লোপাপত্তি হয় এবং ইংরাজ মহাশয়রা আপনৃং বিদ্যা রূপে বৃদ্ধি হয় তাহ সৰ্ব্বদ চেষ্টা করিতেছেন। ধ্ৰুংএর্দেশীয় মহাশয়রূ! তাই দৃষ্ট করিয়স্বজাতীয় বিদ্যার ঞ্জিং টেক্ট করেন না মামুদের এই অভিপ্রায় যে স্বজাতীয় ীি:উন্নতি হয় এইরূপে মহাশয়দের নিকট প্রার্থনা করি,