পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । বিজ্ঞবর মহাশয়ের বালক, শিক্ষার্থ অনেকানেক পুস্তক প্রস্তুত করিয়াছেন, কিন্তু বালকেরণ আপন মনোগত-ভালপ্রকাশক বাক্য বিন্যাস করিয়া, অথবণ নানা বিধ গদ্য রচনা প্রকাশ করিয়া শীঘ্ৰোক্তি প্রমাণ দ্বার স্বকল্পিত বিষয়কে যে প্রমাণ করিতে পারেন, এমৎ শিক্ষার্থ কোন পুস্তক প্রাধ প্রকাশ করেন নাই । যদিও হিতোপদেশ ૭ অপরাপর শাস্ত্র প্রসিদ্ধ আছে তথাপি সে সকল স°Nস্কৃত ভাষায় রচিত হওয়াতে সাধারনের আশু জ্ঞান হইত্তে পারে না, এৰণ সেই সকল কেবল শ্লোক অভ্যাস করিতে ও বালকদিগের মনে *উত্তরোত্তর বিরক্তি জন্মে, সুতরা বালকের তাহ। তনাযালে- হাস করিতে সক্ষম হইতে পারেনন , কিন্তু গল্প, কণক্য শ্রবণ ও গল্প রচিত পুস্তক পাঠ করিতে সকলই পুনঃ পুনঃ ইচ্ছক হ'ষ্টয় থাকেন, অতএব স্বদেশীয় বঙ্গ ভাষায় গল্প রচনা করিয়s স্থানে ২ অর্থ সম্বলিত প্রসিদ্ধ শ্লোক সকল সশস্থাপন পুস্ত্ৰক, “জ্ঞান-সুধাকর" নামক পুস্তক প্রকাশ করিতেছি, এই পুস্তক বালকের উত্তরোভর পাঠে সন্তোষিত হইয়। অনায়ালে অনেক জ্ঞান লাভ করি-. তে পারিবেন । এই “জ্ঞান-সুধাকর” পুস্তক দুই খণ্ডে বিভক্ত হইয়া, সম্রতি পূৰ্ব্ব এণ্ড প্রকাশিত হইতেছে। যদি সাধারণ ব্যক্তির অনুগ্রহ পূৰ্ব্বক এই পুস্তক আদ্যন্তু দৃষ্টিকfরয় উৎসাহ প্ৰদানাশ্ব গ্রহণ করেন, তবে আমি অতিশয় উৎপাছিত হইয় পর এগু অতি শাস্তু প্রকাশ করিতে সচেষ্টত হইব । ক ।