পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 3 জ্ঞান সুধাকর । কাঞ্জি মিত্র সে সল্পত্তি কালে সৰ্ব্বত্রই মিলে, তাহণদেয় যথার্থ বুঝিবার নিমিত্ত বিপত্তিই কষ্ঠি পাথর স্বৰূপ ৷ অদ্য কিবা শুভদিন, ভয়ঙ্কর কানন মধ্যে বন্ধুদূর্শন হইল, যে সকল দুঃখ অতিশয় বলপূৰ্ব্বক আমার অন্তঃকরণকে আক্রমণ করিয়া ছিল, এইক্ষণে আমার মিত্ৰদশনে তাহারণ দুৰ্ব্বল হইয় দূরে পলায়ন করল। ভাগ্যবান লোকেরাই মিত্রের সংহতি ও মিত্রের সহিত অtলাপ এব° সৰ্ব্বদা মিত্রের সহিত সহবাস প্রাপ্ত হইয়া থাকেন, ইহা ভিন্ন অধিক সৌভাগ্য আর কি অাছে, শাস্ত্র কারকেরাও এই প্রকার বলিয়াছেন । ( যথা) যস্য মিত্রেণ সম্ভাষো যস্য মিত্রেন সুস্থিতিঃ । যস্য মিত্রেণ সংলাপ স্ততে নান্তীহ পূনবন। মিত্রের সহিত যাহাঁর সম্ভাষণ, ও মিত্রের সহিত যাহার বাস, ও মিত্রের সহিত মাহার পরস্পর কথোপকথন হয় তাহা হইতে পৃথিবীত্বে পুণ্যৱান নাই । এই প্রকার বহুবিধ পরস fর সম্ভাষণের পর আমি জিজ্ঞাসা করিলাম, হে মিত্র মানসি^হ ! তুমি একাকী কিfনমিত্ত ভয়ঙ্কর কাননে আলিয়াছ, এব^ তোমাকে সাতিশয় দুঃথিরন্যায় লক্ষ্য হইতেছে,ইহারই বা কারণ কি? তখন তিনি মৌন ভাবে কিঞ্চিৎ কাল স্থিতি করিয়া কহিলেৰ হে বন্ধে ! বন্ধ সমীপে অকথ্য কি আছে, আত্ম বৃত্তান্ত কিঞ্চিৎ নিবেদন করিতেছি শুৱণ করুন । চঞ্জকাবতী নগরে উগ্রলেন নামক এক অtঢ্যতরব্যক্তি বাস করিতেন, তিনি এক দিৱস কৌতুকাবিষ্ট চিত্তে কানন শোভ