পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Þþ- জ্ঞানসুধাকর । । বিষয়াপন্ন হইলেন, এৰ অামাকে ইঙ্গিতে জিজ্ঞাস করিলেন, ইনি কে, আমি পুত্রকে জুদান্ত ও অধৰ্ম্মাক্রান্তু জানিয়া লজ্জাবিষ্ট চিত্তে আত্মজ পরিচয় গোপন পূৰ্ব্বক মিত্রকে কহিলাম, ইনি । যে হউন, ইহার সহিত আপনকার কোন কথার-প্রয়োজন নাই ৷ আমার এই কথাটী শুবণ মাত্র মিত্র সেন্ট দুদান্তকে উন্মাদ বিবেচনা করত আমাকে কহিলেন দ্ধে মিত্র! অ, হা, অতি সুদৃশ্য এই পুরুষটী এরুপ কতদিন ক্ষিপ্ত হইয়াছে, অনুরূপ চিকিৎসা করিলে কি আরাম হইতে পারেন? ৰন্ধু-বদন হইতে এই বাক্য বিনিগত মাত্রই সেই কুলান্তকারী কুলি স্বরূপ হইয় গভীর গজ্জন পূৰ্ব্বক অকথ্য কুৎসিত বাক্য বিন্যাস করত তাহার কৰ্ণমূলে এমত চপেটাঘাৎ করিলেক যে তিনি পর্যন্ধ হইতে অধঃ পতন পূৰ্ব্বক মুহমুহ রুধিৱেশদ্বমন করত তৎক্ষণাৎ প্রাণ পরিত্যাগ করিলেন । আমি তদর্শনে বন্ধু-শোকে শোকাকুলিত হইয়। বিবিধ বিলাপ পূরক রেদিন করিতে লাগিলাম এব^ তদবধি "হা মিত্র' } ‘হ সখে, ! এই রূপ নিরবধি উচ্চৈঃ স্বরে শব্দ করত নিশাবসান করিলাম । তদনন্তর মৃতমিত্রের পুত্র পিতৃ-শোকে জৰ্জ্জরীভূত হইয় আণন পিতৃ-খন্তার জন্ত নিমিত্ত কৃতান্ত সদৃশ বিচারালয়ে দুরাচারের আচার বিচারার্থে অভিযোগ করিল । রাজপুরুষ সঙ্কল রাজাজ্ঞা প্রাপ্তি মাত্রই ভয়ঙ্কর তজ্জন গৰ্জ্জন পুৰক । আমার অাবালে প্রবেশ কটিয়া দাস দাসী পর্য্যন্ত পশুবৎ বন্ধন করিলেক, সেই দুরাচার মিত্রঘাতি বীরভদ্রকে করাঘাৎ, পদাঘাথ বেজাথাৎ দ্বারা আঘাত্তিত করিয়া বিচার-স্থলে: রাজ-সমীপে সমপর্ণ করিলেক । অনন্তর বিচারকর্ডার অনুরূপ: বিচারে বীরঙয়ের শিরচ্ছেদন হইল। আমি একে বন্ধু-শোকে ব্যাকুল ভায় আবার অকূল পুত্র-শোকে পতিত হইলাম, তখন, আমি এই বিবেচনা করিলাম ।