পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༤༠ জানসুধাকর । । ( যথা ) সাভার্যn যা গৃহে দক্ষ সাভার্ষn যা প্রমাবতী। সাভাৰ্যnযা পতি প্রাণ সাভাৰ্যnযাপতিৰুতা। যে স্ত্ৰী গৃহ ব্যাপারে নিপুণ, সেই ভাৰ্য্য, যে স্ত্রী পুত্রবর্তী সেই ভাৰ্য্য। যে স্ত্রী পতিপ্রিয়া, সেই ভাৰ্য্য, যে স্ত্রী সাঞ্চী সেই ভাৰ্য্য 11 নসা ভার্যোতি বক্তব্য যস্য ভৰ্ত্ত নতুষ্যতি। তুষ্ঠে ভৰ্ত্তার নারীণাং সন্তুষ্ঠাঃ সব দেবতাঃ। স্বামী যাহাকে তুষ্ট নাহয, তাহাকে ভাৰ্য্যা বলিনা; স্বামী যাহাকে তুষ্ট হয় তাহাকে সকল দেবতাই সন্তুষ্ট ॥ ইত্যাদি হৃদি মধ্যে আলোচনা পূৰ্ব্বক অন্তঃপুর মধ্যে উপস্থিত হইয়া ইতস্তুতঃ অবলোকন করিলাম, তাহাতে দাস দাসী অথবু আনুগত ব্যক্তি কেহই আমার দৃষ্টিগোচর হইলন; কিন্তু আমি শয়নাগারে প্রবেশ করিয়া দেখিলাম যে চারুগুণান্নিতা পতিব্ৰতা আমার বনিত পুত্ৰ-শোকে প্রাণ পরুিত্যাগ করিয়া রহিয়াছে। ইহাতে পুনৰ্ব্বার পরিবদ্ধিত বিপুলতর শোকে আমি অস্বীভূত হইয়। ক্ষণেং মুচ্ছপ্রাপ্ত হক্টতেছি ; এমত সময়ে আমার শশুর মহাশয় সমাগত হইয়া নিজ দুহিতার বিয়োগ দর্শনে তৎ ক্ষণাৎ লোকান্তর গমন করিলেন । হে মহারাজ ! আমার এক মুখ-পুত্রের দোষে অচিন্তনীয় ঘটনা অনায়াসেই সNঘটন হওয়াতে জীবস্মৃতপ্রায় হইয়াছি। জীবস্মৃত ব্যক্তির স্বজন-জন-বেষ্ঠিত-জন-সমাজে কাল যাপন করাও ভীষণ ধনঞ্জয় জ্বালায় দগ্ধ হওয়া উভয়ই তুল্য। . অতএৰ জন-সমাজ পরিত্যাগ করিয়া প্রাণ ত্যাগ জন্য এই জন