পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3)6 জ্ঞান সুধাকর । একান্ত সচেষ্টিত রছিলাম, ইত্যাদি শান্তন করিয়৷ সেই মণিকার ব্রাহ্মণকে লইয়। নিজ-নিকেতনে গমন করিলেন । অনন্তর সেই মণিকার ধৰ্ম্ম দাসের সহিৎ কিছু দিবস সহবাস করিয়া বিবেচনা করিলেন, এই বিপ্ল বিদ্যা বিষয়ে বৃহস্পতি তুল্য এর^ আলস্যাদি দোষ বৰ্জ্জিতও বটেন, অতু এৰ আমার সুৱৰ্ণ-মণি দাটিকাদি বিক্রয়ার্থ ষে পণ্য-শাল ੋ তাহাতে ইহাকে নিযুক্ত করা উচিৎ, যে ছেত্তক বিদ্বান মনুষ্যেরা প্রায় অধৰ্ম্মাচরণ করেন মা ! এই রূপ মনোমধ্যে আলোচনা করিয়া বি৭শতি মুদ্রা বেতন্তে. তাছাকে তৎপদে নিযুক্ত করিলেন । ধৰ্ম্ম দাস সেই মণিকারের অসীম-অনুগ্রহ প্রাপ্ত হইয়া যোগ্যানুরূপ কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতে লাগিলেন । তদনন্তর ব্রাহ্মণের পূৰ্ব্ব সঞ্চিত কুস^স্কার হেত্তক উত্তরোত্তর লোভ-তরঙ্গ প্রবল হইয়া ধৰ্ম্ম-তরি ভঙ্গ করিতে আরম্ভ করিল, তখন তিনি এই চিন্তা করিলেন, এই মাসিক অল্প বেতন দ্বারা আমি যে কতকালে ধনী ও সুখী হইব তাহার ইয়ত্ত নাই, বিশেষতঃ আমিই যে বহুকাল জীবিত থাকিব তাহাই ৰ নিশ্চয় কি, ইহকালে সমন্তি তুল্য আর কিছুই নাই । (যথা ) । বৃক্ষহাপি बङ्गः ಸJ। ষসJান্তি বিপুল, *\l শশিন স্তুল্য বংশোপি নির্ধনঃ পরিভূয়তে ॥ যাহার অনেক ধন থাকে, সে ব্রহ্মস্থ হইলেও পূজনীয় হয় । চন্দ্রের তুল্য বsশ হইলেও দরিদ্র লোক অপমাनिउ रङ्गुरे ।