পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 o জ্ঞানসুধাকর । লাগিলেন। হে জ্ঞানিৰর-মাধবাচাৰ্য্য ! এই ধরণীতলে বিছান ব্যক্তি অনেকই দৃষ্টি হইয়া থাকে, কিন্তু বালকদিগের শিক্ষাকুশল সমুন্ন অতি বিরল, অদ্য আপনকার সহিত আমার-- সন্দৰ্শন-ছওয়া পরম-গৌভাগ্যের বিষয় । অদ্য ভাগ্য বশতঃ আপনকার উপস্থিতি ওয়াতে মামার দৃঢ় নিশ্চয় হইতেছে আমার প্রিয়-পুত্র চন্দ্রচূড় আপনকার প্রসাদে পবিত্র-পীযুষ স্বরূপ বিদ্যারস অহরহ পানকরিয়া অবশ্যপরিতৃপ্ত হইবেন । যদিও তাহার কুৎসিত-মেধা অথবা জানাবেশ-দোষ থাকে তথাপি মহৎ-সহবাস-ফলে অবশ্যই মহৎ-গুণের উদয় হইবেক, তাহীর সন্দেহ নাই । ( যথা) যথোদয় গিরেদুব সন্নিকষেণ দীপ্যতে। তথা সৎ সন্নিধানেন হীন বণোপি দ্বীপতে । যেমন উদয়াচলস্থ দ্রব্য সকল সুর্য্য-সন্নিধানে দীপ্তিপায়, তেমনি সৎ সন্নিধানেতে হীন বণও দীপ্তি পায় । কাগঃ কাঞ্চন সংসগাজত্তে মারকতী দুন্তীঃ। তথা সৎ সন্নিধানেন মুখাযাতি প্রবীণতাৎ ॥ কাঞ্চন সম্প্রসগেতে কঁাচ যেমন মরকত মণির দীপ্তিকে ধারণ করে তেমনি পণ্ডিত.সন্নিধানেতে মূখ্রও প্রবীণত্বকে পায় । এইগুয়ার নানারূপ সম্ভাষণের পর রাজতিলক বিজয় দত্ত নৃপতি বহমান প্রদান পূর্বক স্বীয়াত্মজ চন্দ্রচড়কে অনিয়ন করিয়া সভামধ্যে বিদ্যশিক্ষার্থ সুগন্ডিং-মাধবাচাৰ্য্যকে :