বিষয়বস্তুতে চলুন

পাতা:জ্ঞান সুধাকর - প্রথম খণ্ড.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানসুধাকর । । . ৬১ পৰ্য্যাপ্ত রূপে বিহিত দ্রব্য ভোজন, পরিস্কৃত গৃহে নিরন্তর বাস, সৰ্ব্বদ উৎকণ্ঠ বিবৰ্জ্জন, বিশুদ্ধ বায়ু সেবন, অহরহ • পরিমিত অঙ্গ সঞ্চালন, নিৰ্দ্দো আমোদ প্রমোদে কিঞ্চিৎ কাল ক্ষেপণ, जैइ नमड़ কাৰ্য্য স্বাস্থ্যরক্ষার প্রধান সাধন । অতএব তুমি এই সমস্ত নিয়ম প্রতিপালনে তৎপর থাকিয়। স্বানুষ্ঠিত কৰ্ত্তব্য বিষয়ে যত্নবান হইবে । কৰ্ত্তব্য-কৰ্ম্ম সাধনে কথন ক্রটিকরিওন। অহরহ প্রত্যুষে গাত্ৰোথান করিয়া জগৎকারণিক জগদীশ্বরের অচিন্ত্য-মহিমা সন্দর্শনে প্রফুল্লিত হৃদয়ে প্রগাঢ় ਚਿ পূৰ্ব্বক সেই পরমেশ্বরে মনো-নিবেশ করিবে । এব^ নিরন্তর অথিল-মঙ্গলাধার, সৰ্ব্বব্যাপি, নিরাধার, অসীম-শক্তি সারাৎসার সেই একমাত্র বিশ্বকারির চিন্তায় সচিন্তিত থাকিয়া সা^সারিক সমস্ত কাৰ্য্য নিৰ্ব্বাহ করণে সত্বর হইবে । তাহাকে নিমিশাদ্ধ কালের নিমিত্তেও বিস্মরণ "ইবে না । হে প্রিয়তম চন্দ্রচূড় ! তোমাকে স^ক্ষেপে যেসকল বিষয় কহিলাম এই নিয়মানুযায়িক তুমি সমস্ত কাৰ্য্য সম্নাদনে তৎপর ' থাকিবে ইহাতে তোমার ফাঁমন কালেও অশুভ ঘটনা হইবেক না, বরণ তুমি উত্তরোত্তর নানা প্রকার বুলিলাভ করিয়া ইহকালে ও পরকালে পবিত্র-সুখ-ভাজন হইবে, তাহার সন্দেহু নাই । এইপ্রকার নৃপতনয় চন্দ্রচূড়কে চরিত্নার্থ করিয়া বহু-মান গ্রহণ পূৰ্ব্বক সুধীবর মাধবাচাৰ্য্য স্বস্থানে প্রস্থান করিলেন - ইতি প্রথম খণ্ড সমাপ্ত ॥— ।

  • : لهم ، ، مس، سبسمتیجہ محسمِ ساحساساس ہے