পাতা:জ্যোতির্বিদ্যা.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

va করে কিন্তু সেই রেখ বিষুবরেখার সমান হইলে সূর্যের দক্ষিণায়নের শেষরেখা বলিয়া প্রসিদ্ধ হয়। কেমল সূৰ্য্য ভঙ্গপেক্ষ। আর দক্ষিণদিকে যাইতে পারে না। পৌষমাসের দ্বাদশ দিবসে পৃথিবীর এইরুপ গতি জানিবা । তৎকালে ", পৃথিবীর উত্তর অন্ধভাগে দীপ্তির ও অন্ধকারের মধা দিয়া : যত স্থান গমন করে সে সমস্ত স্থান দীপ্তি স্বাপেক্ষায় অন্ধকারে অধিকক্ষণ ভূমণ করে ; এই জন্যে বিষুবরেখাৰধি উত্তরঙ্কেজ পর্যন্ত পৃথিবীর উত্তর অৰ্দ্ধভাগে যত স্থান আছে সৰ্ব্বত্র দিনমান খৰ্ব্ব ও রাত্রিমাণ দীর্ঘ হয়, কারণ উভয়কেন্দ্র মণ্ডলেজে কেবল অন্ধকার থাকে, সেখানে দীপ্তির সম্নক্ক ও নাই। . এব^ পৃথিবী টক্কারবিধি ষ্টকারপর্যন্ত উস্কার ও চণর রূপ আপন পথে ভূমণ করিলে এব^ তাছার উত্তরকেন্দ্র ক্রমে ২ ৰক্ৰাঞ্চায়ে ফিরিলে পৃথিবীর উত্তরীয় স্থান ক্রমেং দীপ্তিত্তে আগমন করে, একারণ তমিৰাদি লোকদের পঙ্কে দিনমান ক্রমশে বৃদ্ধি পাইলে রাত্রিমাণ ছোট হয়। এইরূপে যে সময়ে চৈত্র মাসের দ্বাদশ দিবসে পৃথিবী ঠক্কার পর্যন্ত গমন করে তৎকালে ভাষার কেন্দ্র কোন শিকে ৰক্ৰ ন হইয়া সূর্যের পার্শ্বে সমান ভাবে থাকে। তাহাতে সূর্য তৎকালে বিষুবরেথার উপরে থাকিয় এক কেন্দ্রাবধি অপর কেঅপর্যন্ত দীপ্তি 扰态* করে.এই পৃথিৱী আপন আলে ভূমণ করিলে এক কেন্দ্রাৰধি অপর কেন্দ্রপর্যন্ত সমন্ত উপরি ভাগ সমান ভাৱে দীপ্তি ও অন্ধকারের মধ্য দিয়া গমন করে তৎকালে সৰ্বর দিৱারাত্রি সমান অর্থাৎ দ্বাদশং ঘটিকা পরিমিত श्रे' ; . অবশেষে পৃথিবীজুকীয় ও জঙ্কাররূপ নিজ পথে কারাঞ্জি

  • কুক্কার পর্যন্ত ভূমণ করিলে জাহার উত্তরুৱেজ":