পাতা:জ্যোতির্বিদ্যা.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిసి পরল্পর আকৰ্ষিত হইলে তোমার কি বোধ হয় ? সূৰ্য পৃগ্নিবীর কাছে পড়িৰে কিম্বা পৃথিবী সূর্যমগুলের কাছে পড়িবে ? - শিষ্য । আমি বোধ করি, সূর্য যেমন পথিবীহইতে বড় তেমন তাহার মধ্যে বহুতর পরমাণু ও আছে, এই কারণ পৃথিবীর কাছে সূর্যের পতনাপেক্ষ সূর্যের প্রতি * পৃথিবীর পতন দশ লক্ষ গুণে উচিত হয় । - গুরু। তুমি ভাল কৰিতেছ, কিন্তু সূৰ্য্য পৃথিবীর । নায় দৃঢ় ও গাঢ় বস্তু নয়, ইহা তোমাকে জানিতে হয় ; অতএব যেমন পৃথিবৗহইতে সর্য অড়ি বড় তেমন তাহার মধ্যে তদনুরূপ অধিকতর পরমাণু নাই; কিন্তু পৃথিবীর পরমাণু অপেক্ষ তাহার পরমাণু ৩৩৩৯২৮ গুণ অধিক, সুতরা-১ তাহার, আকর্ষণ পৃথিবীর আকর্ষণ অপেক্ষ ৩৩৩১২৮ গুণ অধিক ! শিষ্য । তবে আমার অনুমান হয়, সূর্য ও পৃথিবী পরল্পর আকৰ্ষিত হইয় পড়িবে ও শেষে হ উভয়ে সপযুক্ত হইবে, তাহাতে কেবল এই বিশেষ হইবে, যে পৃথিবীতে সূর্যের পতনাপেক্ষ সূর্য্যেতে পৃথিবীর পতন ৩৩৩৯২৮ গুণে শীঘু হইলে । * * * : গুরু। কোন প্রতিবন্ধক না থাকিলে এমত হইতে পারে শিষ্য। তাহাতে কি প্রতিবন্ধক সম্ভবে ? - ৰয় । তোমার এই প্রশ্নের উত্তর করিতে আমি তোমাকে জার এক প্রশ্ন করিব , তুমি কি কথন ফিঙ্গার উপরে প্রস্তুর রাশিয়া মস্তকের উপরে বুরাও নাই ? : , শিষ্য। ই মহাশয়, স্বালক কালে এমত কুরিয়া