তাই সে আরো বেশী করে ছোটে। এমনি করে সারারাত ছুটোছুটি করে সারা হল।
সকালে ছাগলছানা বাড়ি ফিরে এল।
‘মামা আল! মামা আল!’ [ পৃষ্ঠা ২২
শিয়ালের সে দিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনি রাগ হল যে, সে রাগ আর কিছুতেই গেল না।