পাতা:টুনটুনির বই.djvu/৭

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 ছানারা তখনি উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল। তা দেখে টুনটুনি হেসে বললে, “এখন দুষ্টু বিড়াল আসুক দেখি!”

‘প্রণাম হই মহারানী!’ [ পৃষ্ঠা ২

 খানিক বাদেই বিড়াল এসে বললে, “কি করছিস লা টুনটুনি?’