পাতা:টুনটুনির বই.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

 বাঘ বললে, ‘খেয়েছি তো ভাগ্নে, কিন্তু বড্ড গলা ফুলেছে। তোমার তো পেট ফেঁপেছে, আমার কেন গলা ফুলল?’

 শিয়াল বললে, ‘আমি কিনা শিয়াল, আর তুমি কিনা বাঘ, তাই।’

 লেজের ব্যথায় আর গলার ব্যাথায় বাঘ ষোলোদিন উঠতে পারলে না। এই যোলোদিন কিছু না খেয়ে সে আধমরা হয়ে গিয়েছে।

 এমন সময় সে দেখলে যে, শিয়াল গা ঝাড়া দিয়ে উঠে দিব্যি চলে যাচ্ছে।

তাতে সে আশ্চর্য হয়ে জিগগেস করলে, ‘কি ভাগ্নে, তোমার অসুখ কি করে সারল?’

 শিয়াল বললে, ‘মামা, একটি ভারী চমৎকার ওষুধ পেয়েছি। আমি আমার হাত-পা চিবিয়ে খেলুম আর তক্ষুনি আমার অসুখ সেরে গেল। তারপর দেখতে-দেখতে নতুন হাত-পা হল।’

 বাঘ বললে, ‘তাই নাকি? তবে আমাকে বলনি কেন?’

৮৯