পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সৰ্গ । సిసి দুৰ্দান্ত দানবের হস্ত হইতে মুক্ত করেন ; ইহার কেহই শৌর্য্যে ও ধৰ্ম্মচৰ্যায় তোমার তুল্য হইতে পারেন। নাই। আমি প্রার্থনা করিতেছি, যেন অবিচ্ছিন্ন সুখনিদ্রায় তোমার নিশাৰাসান হয় । কিন্তু হায় ! ত্ৰিষ্যামা আমার পক্ষে কি দীর্ঘ ধামা ও ক্লেশদায়িনী হইবে । পুনৰ্বায় সাক্ষাৎ করিয়া তোমার অপুৰ্ব্ব স্বর মাধুরী শ্রবণ করিব, ৰৰ্ণিত বৃত্তান্ত পুনরায় বৰ্ণনা করিতে কহিব, এবং যাহা এ পৰ্য্যন্ত বৰ্ণিত হয় নাই, তাহাও সবিস্তর শ্রবণ করিব বলিয়া, যে আমি কত উৎসুক রহিলাম, তাহা তোমাকে বলিয়া জানাইতে পারি না । অতএব, প্ৰিয়সুহৎ টেলিমেকিস । দেবতারা কৃপা করিয়া পুনরায় তোমায় যে মিত্ররত্ন মিলাইয়া দিয়াছেন ভঁহাকে লইয়া যাও ; যে বাসগৃহ তোমাদের নিমিত নিৰূপিত হইয়াছে, তথায় গমন করিয়া বিশ্রামসুখে যামিনী যাপন কর । এই বলিয়া দেবী টেলিমেকিসকে নিৰূপিত বাসগৃহে সাইয়া গেলেন । ঐ গৃহ দেবীর আবাসগৃহ অপেক্ষা BD BiBB BDD DDD DDD SDB BE KLLL DDB প্রস্রবণ স্থাপিত ছিল, তদীয় কর্কর নিনাদ শ্ৰবণ মাত্র পরিশ্রান্ত জীবের নিদ্ৰাকর্ষণ হইত ; অপর পার্শ্বে অতি কোমল পরম রমণীয় দুইটি শষ্যা প্ৰস্তুত ছিল ; একটি টেলিমেকসের, অপরটি ভঁাহার সহচরের নিমিত্ত অভিপ্ৰেত। দেবী গৃহ হইতে বহির্গত হইলে, কেবল তঁাহারা দুই জনে তন্মধ্যে রহিলেন । মেন্টর শষ্যাৰূঢ় না হইয়া টেলিমেকসকে কহিতে লাগিলেন, দেখ, আত্মবৃত্তান্ত বর্ণনে তোমার ষে সুখানুভব হয়, সেই সুখের বশবৰ্ত্ত হইয়াই