পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সৰ্গ। Ye 9 করিয়া থাকে । মিথ্যা প্ৰশংসা করিয়া কালিপোসা স্বয়ং অন্তরে হাস্য করিয়াছেন, তাহার সন্দেহ নাই। তিনি তোমাকে নিতান্ত নিৰ্বোধি ও অপদাৰ্থ স্থির করিয়া অলীক প্রশংসাবাদ জ্বারা প্রীত ও প্রতারিত করিবার চেষ্টা পাইয়াছিলেন এবং, আমার বোধ হয়, ঐ চেষ্টায় এক७धकांद्र कुडकॉर्य७ इदेशांछन । এইৰূপ কথোপকথনের পর তঁাহারা কালিপেপার নিকট গমন করিলেন। টেলিমেকিসও মেন্টরের উপদেশবলে, স্বীয় পিতা ইউলিসিসের দ্যায়, আমার মায়াজাল অতিক্রম করিয়া যাইবে, এই ভাৰিয়া কালিপোসার অন্তঃকরণে যে বিষম আশঙ্কা ও প্রগাঢ় উৎকণ্ঠার উদয় হইয়াছিল, তিনি তাহা গোপন করিবার নিমিত্ত, কৃত্রিম হর্ষ প্ৰদৰ্শন পুৰ্ব্বক, ঈষৎ হাস্য সহকারে, মৃদু মধুর সম্ভাষণ করিয়া কহিতে লাগিলেন, প্রিয়সুহৎ টেলিBDBD S BDD DDBDYS LBBD DD BDBDBS SBB নিমিত্ত আমার চিত্ৰে ষে অতি বিপুল কৌতুহল উত্বন্ধে হইয়া আছে, তাহা হইতে আমাকে মুক্ত কর। আমি কল্য সুষুপ্তিসস্তুত মুখ সন্ত্যোগ করিতে পাই নাই, সমস্ত রাত্রি কেবল তোমার ফিনীসিয়া হইতে সাইপ্ৰসূৰীপযাত্রার বিষয় স্বপ্নে দেখিয়াছি; অতএব আর এক মুহূৰ্ত্তও বিলম্ব করিবার প্রয়োজন নাই ; শীঘ্ৰ সবিশেষ সমস্ত কীৰ্ত্তন করিয়া আমার অন্তঃকরণের আকুলত নিরাকরণ কর । অনন্তর ঊর্তাহার, এক সন্নিহিত নিবিড় কাননের অভ্যন্তর ভাগে প্রবেশ করিয়া, সুষমাসম্পন্ন অশেষবিধকুস্বমস্থশোভিত। শাম্বল প্রদেশের উপরি উপবেশন করিলেন ।