পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS8 টেলিমেকিস। উঠিল। জ্ঞানশক্তির সাহায্য গ্রহণে অথবা পিতৃদৃষ্টাস্তের অনুসরণে আমি এক কালে অক্ষম হইয়া উঠিলাম। পূর্বে KKBDBDD BBDBBDBDS YB BDBDBS DDD DBDBBDDBDS সুতরাং এক্ষণে আপনাকে নিতান্ত নির্বান্ধব ও অসহায় স্থির করিয়া, ধৰ্ম্মপালন বিষয়ে একান্ত হতাশ্বাস হইয়া উঠিলাম। আপাতসুখকর অবসাদবিশেষ ক্ৰমে ক্ৰমে আমায় শরীরে আসিয়া প্রবিষ্ট হইল । আমি নিশ্চয় জানিতাম, উহা তীব্ৰবীৰ্য্য বিষ, শিরা জ্বারা আমার সর্ব শরীরে প্রসূত হইতেছে ; কিন্তু তাম্বারা তৎকালে বিলক্ষণ স্বখানুভব করিতাম, এজন্য তৎপরিহারে যত্নবাম হাইতাম KS DBBLBL BD DDD BD DBDBSBDBDD BDB আমি আপনি বন্দীভাব চিন্তা করিয়া সাতিশয় ৰিলাপ ও পরিতাপ করিতাম ; কোন সময়ে শোকাকুল হইয়া মনস্তাপ করিতাম, কখন বা ক্ৰোধে অধৈৰ্য্য হইয়া প্রজাপৰাক্য কহিতাম। আমি বলিতাম, যৌবনকাল জীবনের কি জঘন্য অংশ ! দেবতারা এৰূপ নির্দয় ঘটে যে, মানবগণকে ৰিপন্ন করিয়া কৌতুক দেখিয়া থাকেন ; কিন্তু তঁাহারা কেন এৰূপ নিয়ম করিয়াছেন যে, যে দশায় পদে পদে ৰিপদ বুদ্ধিত্ৰাংশ ও বিষয়বাসনানিবন্ধন দুঃসহ ক্লেশপরম্পরা নিতান্ত অপরিহাৰ্য্য, মানবমাত্ৰকেই সেই দশা ভোগ করিতে হইবে ? আমার মস্তকের কেশ কেন অদ্যপি শুক্ল হয় নাই এবং কেনই বা আমার অন্তিম কাল উপস্থিত হয় না ? আমি এক কালেই কেন পিতামহের বয়ঃ প্ৰাপ্ত হই নাই ? সৰ্ব্ব ক্ষণ যেৰূপ লজ্জাকর চিত্তচাঞ্চল্য জন্মিতেছে, তদপেক্ষা, মৃত্যু আমার পক্ষে সর্বাংশে শ্রেয়স্কর। কিয়াৎ ক্ষণ এই