পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8S টেলিমেকিস। eथभड: भज्ञयूक अांशख श्व । cब्राउटनभयांगी धक ব্যক্তি যুদ্ধপ্রার্থী ছিলেন । তঁাহার বয়স্য প্রায় পঁয়ত্রিশ বৎসর বোধ হইতে লাগিল ; তখন পৰ্য্যন্তও তঁাহার বল ও বিক্রমের কিছুমাত্র হ্রাস হয় নাই; ফলতঃ, তিনি এক জন বীরপুরুষমধ্যে পরিগণিত। একে একে সমুদায় বোজ্জ্বগণ তঁহার নিকট পরাজিত হইলেন, কেবল আমিই অবশিষ্ট রহিলাম ; কিন্তু আমার কৃষ্ঠায় দুর্বল প্ৰতিদ্বন্দীর পরাজয় স্বারা তঁহার সম্মান লাভ হইবে না। এই বিবেচনা করিয়া, ও আমাকে নিতান্ত তরুণবয়স্ক দেখিয়া, তাহার হািদয়ে। দয়ার উদ্রেক হওয়াতে, তিনি মালভূমি হইতে চলিয়া যাইতে উদ্যত হইলেন, কিন্তু আমি যুদ্ধাৰ্থে ভঁাহার সম্মুখে উপস্থিত হইলাম। আমরা অবিলম্বে যুদ্ধে প্ৰবৃত্ত হইলাম ; পরস্পর নানাপ্রকার কৌশল প্ৰকাশ করিতে লাগিলাম । তিনি আমাকে ভূতলে ফেলিতে চেষ্টা পাইতে লাগিলেন ; আমি ভঁাহাকে ভূমিতে ফেলিয়া ভঁাহার উপর উঠিয়া BDBBDDBS uDuDDBD S S uDDDSDB BBuBDB BBD DDS ইউলিসিসতনয়ের জয় ! অনন্তর আমি হাত ধরিয়া ভঁাহাকে ভূতল হইতে তুলিলাম, তিনি লজ্জানন্ত্ৰমুখে চলিয়া গেলেন। তদনন্তর মুষ্টিযুদ্ধ আরম্ভ হইল। এই যুদ্ধ মলযুদ্ধ অপেক্ষা বিলক্ষণ কঠিন । সেমসূদ্বীপবাসী কোন ধনাঢ্য ব্যক্তির পুত্ৰ যুদ্ধার্থী ছিলেন । তিনি ইতিপূর্বে এ বিষয়ে এৰূপ ৰিখ্যাত হইয়াছিলেন যে, সমুদায় প্রতিদ্বন্দ্ৰিগণ৷ বিনা যুদ্ধেই ভঁাহার নিকট পরাজয় স্বীকার করিলেন, কিন্তু অামি অস্বীকার করিলাম । প্রথমতঃ তিনি আমার মস্তক ও উদরের উপর। এৰপ দৃঢ় মুষ্টি প্রহার করিলেন যে,