পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSS টেলিমেকিস। হইল তাহা সম্পূর্ণ যথার্থ ; তিনিই যে রাজপদের যথার্থ উপযুক্ত পাত্র তদ্বিষয়ে কোন সংশয় নাই। পৌরগণ ও জনপদবৰ্গ এই অভিপ্ৰায় ব্যক্ত করিলে, প্রাজ্ঞেরা আরিাষ্টডিমসের আনয়ন জন্য আদেশ করিলেন । তিনি জনতামধ্যে অতি সামান্য লোকদিগের সহিত এক পার্শ্বে দণ্ডায়মান ছিলেন, তথা হইতে অবিলম্বে আনীত হইলেন। তিনি BDSDBDBBDB DDHBDD DBDBDBDSDDDDBDBS BBiBy BLBLBDS মূৰ্ত্তি ও নিরুৎকণ্ঠচিত্ত বোধ হইতে লাগিল। ক্রীটবাসীরা DDDBBD BDDBD DBBB DBBD DBDB হইয়া, তিনি কহিতে লাগিলেন, আমি তিন নিয়মে রাজ্যভার গ্রহণে সম্মত হইতে পারি। প্রথমতঃ, যদি দুই বৎসরের মধ্যে আমি তোমাদের অবস্থার উৎকর্ষ সাধন করিতে। না পারি, অথবা তোমরা যদি শাসনকাৰ্য্যনির্বাহে প্ৰতিবন্ধকতাচরণ করা, তাহা হইলে আমি রাজ্যভার পরিত্যাগ করিব। দ্বিতীয়তঃ, রাজ্যভার গ্রহণ করিয়াও আমার পূৰ্ব্ব । বৎ সামান্য ও পরিমিত আহার বিহারাদির ব্যাঘাত হইতে পরিবে না। তৃতীয়তঃ, আমার পুত্রেরা স্বদেশবাসীদিগের অপেক্ষী উচ্চপদস্থ বলিয়া পরিগণিত হইবে না ; এবং আমার মৃত্যুর পর, পিতৃপদের গৌরব গণনা না করিয়া, তাহারা স্ব স্ব গুণানুসারে সমাজে পরিগণিত হইবে। এই বাক্য শ্রবণমাত্র, চতুর্দিক আনন্দধ্বনিতে পরিপূর্ণ :হইল। প্রধান প্রাজ্ঞ স্বহস্তে রাজমুকুট লইয়া অরিষ্টডিমাসের মস্তক মণ্ডিত করিয়া দিলেন। দেবাৰ্চনা ; হোম প্রভৃতি দৈব কাৰ্য্যের অনুষ্ঠান হইতে লাগিল। আরিাষ্টডিমস আমাদিগকে অত্যুৎকৃষ্ট উপহার প্রদান করিলেন ; আর |