পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সর্গ। SV) ভঁাহাকে বহ ক্ষণ এক দৃষ্ট্রে নিরীক্ষণ করিলেন, তথাপি ভঁাহার নয়নযুগল অবিতুপ্তই রহিল। তিনি কিয়ৎ ক্ষণ নিস্তািন্ধ ও স্পন্দহীন হইয়া রহিলেন ; পরিশেষে কহিলেন, আমি তোমাকে তোমার পিতৃবৃত্তান্ত আদ্যোপান্ত অবগত করিব, কিন্তু সেই বৃত্তান্তবর্ণন বহুক্ষণসাধ্য ; অতএব অগ্ৰে তুমি ও তোমার সহচর উভয়ে শ্ৰান্তি দূর করা। বলিতে কি, আমি তোমাকে নিজ পুত্রের ন্যায় আপন আবাসে রাখিব ; এই বিজন স্থানে তুমি আমার হৃদয়ানন্দদায়ী BBBBSS BBBD DBD DD BDBDBDD DDuDiDD DBBB DB BDS যাবজ্জীবন আমার স্নেহাস্পদ হইয়া পরম সুখে কাল হরণ করিতে পরিবে । এই বলিয়া সেই দেবী, মৃদুহাসিনী মধুরভাষিণী পূর্ণযৌবন পরমসুন্দরী সহচরীগণে পরিবেষ্টিতা হইয়া স্বস্থানাভিমুখে প্ৰস্থান করিলেন । টেলিমেকিস। তঁাহার অনুপম ৰূপ লাবণ্য, মনোহর বেশ ভুষা, আলুলায়িত কেশপাশ ও নয়নযুগলের অনিৰ্বাচনীয় চটুলতা ও মাধুরী দর্শনে চমৎকৃত ও মোহিত হইয়া ভঁাহার অনুগামী হইলেন ; মেন্টরও মৌনাবলম্বী ও অধোদৃষ্টি হইয়া টেলিমেকসের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। কািন্দরসমীপে উপস্থিত হইলে, টেলিমেকস তাহার পরম রমণীয় শোভা সম্প্রদর্শনে চমৎকৃত হইলেন । তথায় সুবৰ্ণ, রজত, অথবা সুচারুপ্ৰস্তরনিৰ্ম্মিত কোন বস্তু নাই, সুশোভিত স্তম্ভ নাই, বিচিত্ৰ চিত্ৰপট নাই, স্বঘটিত প্ৰতিমূৰ্ত্তি নাই, কেবল পৰ্ব্বত কাটিয়া কয়েকটীমাত্র গৃহ প্ৰস্তুত করিয়াছে ; ঐ সকল গৃহের অভ্যন্তরভাগ কেৰল শঙ্খ, শম্বুক ও LuYYL DLDDS BDDBDBYYS