পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sèb টেলিমেকিস । চিত্ত দেবীর অথবা মানবীর আশ্রয় ঘটাইয়া দিলেন, এবং তিনিও আমাদিগের ক্লেশবিমোচনার্থ অশেষ প্রকার যত্ন করিতেছেন। মেন্টর কহিলেন, তুমি ঐ পিশাচীর আপাতমনোহর সন্ধ্যবহার দর্শনে প্ৰীত হইতেছে বটে, কিন্তু এক ৰার উহার মায়াজালে পতিত হইলে তোমার সর্বনাশ হইবেক ; অতএব তুমি সাবধান হও । সমুদ্রের মধ্যগত যে পৰ্ব্বতে সঙ্ঘটিত হইয়া তোমার প্রবহণ বিনষ্ট হইয়াছে, এই মায়াবিনীর মোহময় মিষ্ট বাক্য তদপেক্ষা ভয়স্কর জ্ঞান করিবে। তুমি সতত এই সিদ্ধান্ত স্থির করিয়া রাখিবে যে, যে সুখাসক্তি দ্বারা ধৰ্ম্মভ্রংশ হয় তাহা মৃত্যু অথবা তৎসদৃশ অন্য কোন অনিষ্টপাত অপেক্ষা অধিক उत्रानक 1 बूद बखि cयोयनकांबद्द्श्व्ड्ङ् ञ्त्रउिभांना वअंडe মনে করে, সে সকল বিষয়েই কৃতকাৰ্য হইতে পরিবে: কিছুই তাহার সাধ্যাতীত নহে। সে চতুর্দিক বিপদাকীর্ণ দেখিয়াও আপনাকে নিরাপদ জ্ঞান করে এবং স্বার্থপরাস্ত্ৰণ ধূৰ্ত্ত লোকের আপাতমনোরম প্রতারণাবােক্য অসন্দিহান চিত্তে শ্রবণ ও অনুমোদন করে। তুমি সৰ্ব্বদা সতর্ক থাকিবে যেন কালিপেন্সার প্রলোভন বচনবৈচিত্র্যে মুগ্ধ না হও। উহাকে কুসুমছন্ন ভুজঙ্গী ও অমৃতমুখ বিষকিলন্স প্রায় জ্ঞান করিবে । তুমি কদাচি আত্মবুদ্ধি ও আত্মবিবেচনা অনুসারে চলিৰে না, আমি যখন যে উপদেশ দিব তদনুবৰ্ত্তী হইয়া চলিৰে, নতুবা তোমার বিপদের সীমা থাকিবে না ; আমি তোমাকে সময়ে সাবধান করিয়া দিলাম ! এ দিকে অপর গৃহে কালিন্সে। তঁহাদের প্রত্যাগমনপ্রতীক্ষায় রহিয়াছেন। তঁহারা পরিচ্ছদ পরিবর্ত করিয়া