পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७थम जर्श। R টেলিমেকিস । আমি অনুদিষ্ট পিতার অন্বেষণার্থ নিৰ্গত হইয়াছি ; প্রতিজ্ঞা করিয়াছি। যাবৎ তঁাহার, দর্শন না। পাইব তাবৎ দেশ বিদেশ পৰ্যটনে ক্ষান্ত হইৰ না। কিন্তু যদি আমি অতঃপর অভিপ্ৰেত সাধনের উপায় করিতে না পাই, যদি আর কখনই আমার স্বদেশপ্ৰত্যাগমনের আশা না থাকে, আর যদি দাসত্বস্বীকার ব্যাতিরিক্ত কোন ক্ৰমেই জীবন ধারণ করিতে না পাই, তাহা হইলে আমার প্ৰাণবধ করিয়া এই দুৰ্বাহ দেহভার হইতে মুক্ত করুন। এই বাক্য শ্রবণমাত্র তত্রস্থ সমুদায় ব্যক্তি ক্রোধাবিষ্ট হইয়া নরপতির নিকট প্রার্থনা করিল যে, যে ইউলিসিসের ধূৰ্ত্ততা ও নির্দয়ত নিবন্ধন ট্ৰয় নগর ধ্বংস হইরাছে, অবশ্যই তাহার পুত্রের প্রাণবধ করিতে হইবেক । BBDD S S D DBLSS KBD YLL YYS DD DDLLLLLL লাগিলেন, আহে। ইউলিসিসের পুত্ৰ ! তোমার পিতা একিরন নদী তীরে যে সকল টোজনের প্রাণসংহার করিয়াছেন, এক্ষণে তোমার শোণিত দ্বারা তাহাদিগের প্ৰেতগণকে পরিতুষ্ট করা আমার সর্বতোভাবে বিধেয় হইয়াহে, আমি তদ্বিষয়ে কোন ক্রমেই ক্ষান্ত হইতে পারি না । তোমাকে ও তোমার সহচরকে অবশ্যই প্ৰাণদণ্ড দিতে হুইবেক । এই সময়ে এক বৃদ্ধ রাজসমীপে প্ৰস্তাব করিল যে, ইহাদিগকে এঙ্কাইলিসের সমাধিমন্দিরের উপর বলিদান দেওয়া যাউক ; ঐ বীর পুরুষের প্ৰেত ইহাদিগের শোণিত জ্বারা পরিতৃপ্ত হইবেক এবং ঈনিয়ন্সও এই ব্যাপার অবগত হইয়া তদীয় প্রধান উদ্দেশ্য সাধনে আপনকার এতদৃশ আগ্রহ ও যত্ন দেখিয়া পরম পরিতোষ লাভ করিাৰেন।