পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম সর্গ। సిసా দেবতারা তোমার উপর অতিশয় রুষ্ট হইয়াছেন । যদি তুমি সময়ে সাবধান হইতে না পার, তোমার সর্বনাশ উপস্থিত হইবেক । আমি দিব্য চক্ষে দেখিতেছি, তিন দিনের মধ্যে এক অসভ্য জাতি প্রবল জলোচ্ছাসের স্বস্যায় পৰ্ব্বত হইতে অবতীর্ণ হইয়া তোমার নগর লুণ্ঠন, প্ৰজাবিনাশ প্রভৃতি অশেষ অহিত্যাচার করিবেক । অতএব এই উপস্থিত বিপদের নিবারণে সত্বর ও যত্নবান হও, প্ৰজাগণকে রণসজায় সজ্জিত কর, এবং এই সময়ে জনপদস্থ যাবতীয় বহুমুল্য দ্রব্য আনিয়া নগর মধ্যে নিবেশিত কর । তিন দিবস। অতীত হইতে দাও ; যদি আমার এই ভবিষ্যসুচনা মিথ্যা হয়, তাহা হইলে, এই বেদির উপর আমাদিগকে বলিদান দিবে ; কিন্তু যদি উহা সত্য হয়, তাহা হইলে, বিবেচনা করিয়া দেখ, আমাদিগের দ্বারা তোমার কি মহোপকার লাভ হইল। তখন তুমি অবশ্যই স্বীকার করিবে যে, আমাদিগের হইতেই তোমার ধন মান প্রাণ রক্ষা হইল ; তখন বিচার সিদ্ধ হয়, আমাদের প্রাণদণ্ড করিও । মেণ্টর এরূপ অবিচলিত চিত্তে ও দৃঢ়তাসহকারে এই কথাগুলি বলিলেন যে, শ্রবণমাত্র এসেষ্টিসের অন্তঃকরণে তদীয় ভবিষ্যসুচনার যথার্থতা বিষয়ে অণুমাত্ৰও সংশয় রহিল না । তখন তিনি এক বারে হতজ্ঞান হইয়া বিস্ময়োৎফুল লোচনে কহিতে লাগিলেন, অহে বিদেশীয় মহাপুরুষ ! দেবতারা তোমাকে অতুল ঐশ্বৰ্য অথবা - সাম্রাজ্যপদ প্ৰদান করেন নাই বটে, কিন্তু তোমাকে যে লোকাতীত জ্ঞানীরত্নে মণ্ডিত করিয়াছেন তাহার সহিত