পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

କo টেলিমেকিস । নাই। টেলিমেকাস ! তোমাকে রাজসমীপে লইয়া যাইতেই হইবে; কিন্তু তুমি ভঁাহাকে কহিবে যে, সাইপ্ৰসূৰীপের অন্তৰ্গত এমাথসূ নগরে তোমার নিবাস, এবং তোমার পিতাই তথায় বীনস দেবীর প্রসিদ্ধ প্ৰতিমা নিৰ্ম্মাণ করিয়াছিলেন। আমিও তোমার এই বাক্যের পোষকতা করিয়া কহিব যে, তোমার পিতার সাহিত আমার আলাপ ছিল, ভঁাহাকে আমি বিলক্ষণ চিনিতাম ; হয় তা ইহাতেই রাজা সন্তুষ্ট হইবেন এবং আর কোন বিষয়ের অনুসন্ধান না করিায়াই তোমাকে ছাড়িয়া দিবেন ; এতদ্ব্যাতিরিক্ত এক্ষণে প্রাণরক্ষার আর উপায় দেখিতেছি না। নাৰ্বালের এই উপদেশ শুনিয়া আমি উত্তর করিলাম, যাহার নিয়তি উপস্থিত হইয়াছে, সে হতৰ্ভাগ্য অবশ্যই মরিবে, কেহ তাহা খণ্ডন করিতে পরিবে না । মরিতে আমার কিঞ্চিমাত্র ভয় নাই। তবে আপনি আমার যথেষ্ট উপকার করিয়াছেন, আপনাকে বিপদগ্ৰস্ত করিলে কৃতশ্নের কৰ্ম্ম করা হইবে । কিন্তু আমি প্ৰাণান্তেও মিথ্যা কহিতে পারিব না । আমি গ্রীস্দেশনিবাসী, যদি বলি সাইপ্রসূDBY uBDDBD DDDBDBS BD BBB BD DBBD DDBDBD পরিগণিত হইবার যোগ্য হইব না। দেবতারা আমার সরলতা ও সত্যনিষ্ঠা প্ৰত্যক্ষ করিতেছেন ; আমাকে রক্ষা করা যদি তঁহাদের অভিমত হয়, দৈবশক্তিপ্রভাবে অবশ্যই প্ৰাণদান পাইব ; কিন্তু প্ৰাণভরে মিথ্যাকথনে কদাচ প্ৰবৃত্ত হইতে পারিব না । নাৰ্বল উত্তর করিলেন, এৰূপ মিথ্যাকথনে কোন দোষ নাই । যে মিথ্যাকথনে কাহারও অনিষ্টঘটনা হয় তাহাই