পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—দুধের সাগর- w রাজা আবার খবর কারলেন, —“এবার কি ?” “ছাই ! কি না কি,-এক কাঠের পুতুল।” দুই বোনে রাজাকে আনিয়া এক কাঠের পুতুল দেখাইল । ব্রাজা দুঃখে মাথা হেঁট করিয়া চলিয়া গেলেন । রাজ্যের লোকে বলিতে লাগিল,-“ও মা ! এ আবার কি! আদিনে কুক্ষণে রাজা নাজানা না-শোনা কি আনিয়া বিয়ে করিলেন, -এক নয়, দুই নয়, তিন তিন বার ছেলে হইল-কুকুর ছানা, বিড়াল-ছানা আর কাঠের পুতুল ! এ অলক্ষণে” রাণী কখখনো মনিষ্যি নয় গো, মনিষ্যি নয়,-নিশ্চয় পেত্নী কি ডাকিনী ।” রাজাও ভাবিলেন,-“তাই তো ! রাজপুরীতে কি অলক্ষ্মী আনিলাম - য’ক, এ রাণী আর ঘরে নিব না ।” [ কাঠের পুতুল ] হিংসুকে' দুই বোনে মনের সুখে হাসিয়া গলিয়া, পানের পিক্‌ ফেলিয়া, আপনার আপনার বাড়ী গেল। রাজ্যের লোকেরা ডাকিনী রাণীকে উল্টােগাধায় উঠাইয়া, মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া, রাজ্যের বাহির করিয়া দিয়া আসিল । ( ) (ജി. এক ব্ৰাহ্মণ নদীর शार शान, করিতে গিয়েছেন, ---- ്യ সুন্নান টান সারিয়া, ব্ৰ মণি, জ্বলে দ্য ডুইয়া জপ-আহিব্রুক করেন,--- N YV»