পাতা:ঠাকুরমার ঝুলি.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.浚 --দুধের সাগর y তা’ হইলে কি হয় ? “কাহন কড়ি কেবা পুছে, কে বা বুড়ীর চক্ষু মুছে’,-ব্ৰাহ্মণের না ছিল ছেলে, না ছিল পুত্র । এত দিনে বুঝি পরমেশ্বর ফিরিয়া চাহিলেন-ব্ৰাহ্মণের ঘরে সোণার চাদের ভরা-বাজার । খাওয়া নাই, নাওয়া নাই, ব্ৰাহ্মণ দিন রাত ছেলে মেয়ে নিয়া থাকেন। ছেলে দুইটির নাম রাখিলেন, —অরুণ, বরুণ ; আর মেয়ের নাম রাখিলেন কিরণমালা । দিন যায়, রাত যায়-অরুণ বরুণ কিরণমালা চাদের মতন বাড়ে, ফুলের মতন ফোটে। অরুণ বরুণ কিরণের হাসি শুনিলে বনের পাখী আসিয়া গান ধরে, কান্না শুনিলে বনের হরিণ ছুটিয়া আসে। হেলিয়া দুলিয়া খেলে—তিন ভাই-বোনের নাচে ব্ৰাহ্মণের আঙ্গিনায় চাদের হাট ভাঙ্গিয়া পড়িল । দেখিতে-দেখিতে তিন ভাই-বোন বড় হইল । কিরণমালা বাড়ীতে কূটাটুকু পড়িতে দেয় না, কাজল লতা গাইয়ের গায়ে মাছিটি বসিতে দেয় না। অরুণ বরুণ দুই ভাইয়ে পড়ে, শোনে ; ফল পাকিলে ফল পাড়ে ; বনের হরিণ দৌড়ে ধরে। তার পর তিন ভাই-বোনে মিলিয়া ডালায় ডালায় ফুল তুলিয়া ঘর বাড়ী সাজাইয়া আচ্ছন্ন করিয়া দেয় । | ব্ৰাহ্মণের আর কি ? কিরণমালা মায়ে ডালিভরা ফুল আনে, দীপ চন্দন দেয়। ধূপ জ্বালাইয়া ঘণ্টা নাড়িয়া ব্ৰাহ্মণ “বম্বম” SSኳ” করিয়া পূজা করেন । ') ※